শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-আ'রাফ আয়াত সংখ্যাঃ 206 - মাক্কী

(1)

الٓمٓصٓ

আলীফ-লাম-মীম-সাদ

Alif Laam Meem Saad


(2)

كِتَٰبٌ

(এই) কিতাব

A Book


أُنزِلَ

অবতীর্ণ হয়েছে

revealed


إِلَيْكَ

তোমার প্রতি

to you


فَلَا

অতএব না (যেন)

so (let) not


يَكُن

হয়

be


فِى

মধ্যে

in


صَدْرِكَ

তোমার মনের

your breast


حَرَجٌ

কোনো সংকোচ

any uneasiness


مِّنْهُ

হতে তা

from it


لِتُنذِرَ

যেন তুমি সতর্ক করো

that you warn


بِهِۦ

দিয়ে তা

with it


وَذِكْرَىٰ

এবং (এই কিতাব) উপদেশ

and a reminder


لِلْمُؤْمِنِينَ

জন্যে মু`মিনদের

for the believers


(3)

ٱتَّبِعُوا۟

তোমরা অনুসরন করো

Follow


مَآ

যা

what


أُنزِلَ

অবতীর্ণ হয়েছে

has been revealed


إِلَيْكُم

প্রতি তোমাদের প

to you


مِّن

পক্ষ হতে

from


رَّبِّكُمْ

রবের তোমাদের

your Lord


وَلَا

এবং না

and (do) not


تَتَّبِعُوا۟

তোমরা অনুসরণ করো

follow


مِن

ছাড়া

from


دُونِهِۦٓ

তাকে

beside Him


أَوْلِيَآءَ

(অন্যান্যদেরকে) অভিভাবকরূপে

any allies


قَلِيلًا

(কিন্তু) অল্পই

Little


مَّا

যা

(is) what


تَذَكَّرُونَ

তোমরা উপদেশ গ্রহণ করো

you remember


(4)

وَكَم

এবং কত (সব)

And how many


مِّن

থেকে

of


قَرْيَةٍ

জনপদ

a city


أَهْلَكْنَٰهَا

ধ্বংস করেছি আমরা তা

We destroyed it


فَجَآءَهَا

তখন উপর এসেছিলো তার

and came to it


بَأْسُنَا

শাস্তি আমাদের

Our punishment


بَيَٰتًا

রাতের বেলায়

(at) night


أَوْ

অথবা

or


هُمْ

তারা (ছিলো)

(while) they


قَآئِلُونَ

দুপুরে বিশ্রাম গ্রহণকারী

were sleeping at noon


(5)

فَمَا

অতঃপর না

Then not


كَانَ

ছিলো

was


دَعْوَىٰهُمْ

দাবি তাদের(কথা)

their plea


إِذْ

যখন

when


جَآءَهُم

তাদের (কাছে) এসেছিলো

came to them


بَأْسُنَآ

শাস্তি আমাদের

Our punishment


إِلَّآ

এ ছাড়া

except


أَن

যে

that


قَالُوٓا۟

তারা বলেছিলো

they said


إِنَّا

"নিশ্চয়ই আমরা

"Indeed we


كُنَّا

আমরা ছিলাম

were


ظَٰلِمِينَ

সীমালঙ্ঘনকারী"

wrongdoers"


(6)

فَلَنَسْـَٔلَنَّ

অতএব জিজ্ঞাসা করবোই আমরা

Then surely We will question


ٱلَّذِينَ

তাদেরকে

those (to) whom


أُرْسِلَ

পাঠান হয়েছিলো

were sent


إِلَيْهِمْ

প্রতি যাদের

to them (Messengers)


وَلَنَسْـَٔلَنَّ

ও অবশ্যই জিজ্ঞাসা করবো আমরা

and surely We will question


ٱلْمُرْسَلِينَ

রাসূলদেরকেও

the Messengers


(7)

فَلَنَقُصَّنَّ

অতঃপর ঘটনা বর্ণনা করবোই আমরা

Then surely We will narrate


عَلَيْهِم

কাছে তাদের

to them


بِعِلْمٍ

ভিত্তিতে জ্ঞানের

with knowledge


وَمَا

আর না

and not


كُنَّا

আমরা ছিলাম

We were


غَآئِبِينَ

অনুপস্থিত

absent


(8)

وَٱلْوَزْنُ

এবং ওজন

And the weighing


يَوْمَئِذٍ

সেদিন (হবে)

that day


ٱلْحَقُّ

যথার্থই

(will be) the truth


فَمَن

অতঃপর যার

So whose -


ثَقُلَتْ

ভারী হবে

(will be) heavy


مَوَٰزِينُهُۥ

পাল্লাসমূহ তার

his scales


فَأُو۟لَٰٓئِكَ

অতঃপর ঐসব লোক

then those


هُمُ

তারাই

[they]


ٱلْمُفْلِحُونَ

সফলকাম (হবে)

(will be) the successful ones


(9)

وَمَنْ

এবং যার

And (for) those


خَفَّتْ

হালকা হবে

(will be) light


مَوَٰزِينُهُۥ

পাল্লাসমূহ তার

his scales


فَأُو۟لَٰٓئِكَ

অতঃপর ঐসবলোক

so those


ٱلَّذِينَ

(তারাই) যারা

(will be) the ones who


خَسِرُوٓا۟

ক্ষতি করেছে

lost


أَنفُسَهُم

নিজেদেরকে তাদের

themselves


بِمَا

একারণে যা

because


كَانُوا۟

তারা ছিলো

they were


بِـَٔايَٰتِنَا

সাথে আমাদের নির্দশনাদির

to Our Verses


يَظْلِمُونَ

সীমালঙ্ঘন করতো

(doing) injustice


(10)

وَلَقَدْ

এবং নিশ্চয়ই

And certainly


مَكَّنَّٰكُمْ

আমরা প্রতিষ্ঠিত করেছি তোমাদেরকে

We established you


فِى

উপর

in


ٱلْأَرْضِ

পৃথিবীর

the earth


وَجَعَلْنَا

এবং ব্যবস্হা করেছি আমরা

and We made


لَكُمْ

জন্যে তোমাদের

for you


فِيهَا

মধ্যে তার

in it


مَعَٰيِشَ

জীবিকার

livelihood


قَلِيلًا

(কিন্তু) অল্পই

Little


مَّا

যা

(is) what


تَشْكُرُونَ

তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো

you (are) grateful


(11)

وَلَقَدْ

এবং নিশ্চয়ই

And certainly


خَلَقْنَٰكُمْ

সৃষ্টি করেছি আমরা তোমাদের

We created you


ثُمَّ

এরপর

then


صَوَّرْنَٰكُمْ

রূপদান করেছি আমরা তোমাদেরকে

We fashioned you


ثُمَّ

এরপর

Then


قُلْنَا

বলেছিলাম আমরা

We said


لِلْمَلَٰٓئِكَةِ

উদ্দেশ্যে ফেরেশতাদের

to the Angels


ٱسْجُدُوا۟

"তোমরা সিজদা করো

"Prostrate


لِءَادَمَ

উদ্দেশ্যে আদমের"

to Adam"


فَسَجَدُوٓا۟

অতঃপর তারা সিজদা করলো

So they prostrated


إِلَّآ

ছাড়া

except


إِبْلِيسَ

ইবলীস

Iblees


لَمْ

নি

Not


يَكُن

সে হয়

he was


مِّنَ

অন্তর্ভুক্ত

of


ٱلسَّٰجِدِينَ

সিজদাকারীদের

those who prostrated


(12)

قَالَ

(আল্লাহ) বললেন

(Allah) said


مَا

"কিসে

"What


مَنَعَكَ

তোমাকে বাধা দিলো

prevented you


أَلَّا

যে না

that not


تَسْجُدَ

তুমি সিজদা করলে (আদমকে)

you prostrate


إِذْ

যখন

when


أَمَرْتُكَ

তোমাকে আমি নির্দেশ দিয়েছি"

I commanded you?"


قَالَ

(ইবলীস) বললো

(Shaitaan) said


أَنَا۠

"আমি

"I am


خَيْرٌ

উত্তম

better


مِّنْهُ

চেয়েও তার

than him


خَلَقْتَنِى

আপনি সৃষ্টি করেছেন আমাকে

You created me


مِن

হতে

from


نَّارٍ

আগুন

fire


وَخَلَقْتَهُۥ

এবং আপনি সৃষ্টি করেছেন তাকে

and You created him


مِن

দিয়ে

from


طِينٍ

কাদা মাটি"

clay"


(13)

قَالَ

(আল্লা্হ) বললেন

(Allah) said


فَٱهْبِطْ

"তাহ'লে তুমি নেমে যাও

"Then go down


مِنْهَا

থেকে এখান

from it


فَمَا

কারণ না

for not


يَكُونُ

হতে পারে

it is


لَكَ

জন্যে তোমার

for you


أَن

যে

that


تَتَكَبَّرَ

অহংকার করবে তুমি

you be arrogant


فِيهَا

মধ্যে এর

in it


فَٱخْرُجْ

অতএব তুমি বের হও

So get out;


إِنَّكَ

নিশ্চয়ই তুমি

indeed you


مِنَ

অন্তর্ভুক্ত

(are) of


ٱلصَّٰغِرِينَ

অধমদের"

the disgraced ones"


(14)

قَالَ

(ইবলীস) বললো

(Shaitaan) said


أَنظِرْنِىٓ

"আমাকে অবকাশ দিন

"Give me respite


إِلَىٰ

পর্যন্ত

till


يَوْمِ

(ঐ) দিন

(the) Day


يُبْعَثُونَ

(যখন) তারা উত্থিত হবে"

they are raised up"


(15)

قَالَ

(আল্লাহ) বললেন

(Allah) said


إِنَّكَ

"নিশ্চয়ই তুমি

"Indeed you


مِنَ

অন্তর্ভুক্ত

(are) of


ٱلْمُنظَرِينَ

অবকাশ প্রাপ্তদের"

the ones given respite"


(16)

قَالَ

সে বললো

(Shaitaan) said


فَبِمَآ

"অতঃপর যে কারণে

"Because


أَغْوَيْتَنِى

আপনি পথভ্রষ্ট করলেন আমাকে

You have sent me astray


لَأَقْعُدَنَّ

অবশ্যই আমি ওৎ পেতে বসবোই

surely I will sit


لَهُمْ

জন্যে তাদের

for them


صِرَٰطَكَ

তোমার পথে

(on) Your path


ٱلْمُسْتَقِيمَ

(যা) সরল সঠিক

the straight


(17)

ثُمَّ

এরপর

Then


لَءَاتِيَنَّهُم

অবশ্যই আমি আসবোই কাছে তাদের

surely, I will come to them


مِّنۢ

হতে

from


بَيْنِ

মাঝে

before


أَيْدِيهِمْ

হাতের তাদের

them


وَمِنْ

ও হতে

and from


خَلْفِهِمْ

পিছন তাদের

behind them


وَعَنْ

ও হতে

and from


أَيْمَٰنِهِمْ

ডানদিক তাদের

their right


وَعَن

ও হতে

and from


شَمَآئِلِهِمْ

বামদিক তাদের

their left


وَلَا

এবং না

and not


تَجِدُ

তুমি পাবে

You (will) find


أَكْثَرَهُمْ

অধিকাংশকে তাদের

most of them


شَٰكِرِينَ

কৃতজ্ঞরূপে"

grateful"


(18)

قَالَ

(আল্লাহ) বললেন

(Allah) said


ٱخْرُجْ

"তুমি বের হও

"Get out


مِنْهَا

হতে এখান

of it


مَذْءُومًا

ধিকৃতরূপে

disgraced


مَّدْحُورًا

বিতাড়িত হয়ে

and expelled


لَّمَن

অবশ্যই যে

Certainly whoever


تَبِعَكَ

তোমাকে অনুসরণ করবে

follows you


مِنْهُمْ

মধ্য হতে তাদের

among them


لَأَمْلَأَنَّ

অবশ্যই পূর্ণ করব আমি

surely I will fill


جَهَنَّمَ

জাহান্নামকে

Hell


مِنكُمْ

দিয়ে তোমাদের

with you


أَجْمَعِينَ

সবাইকে

all


(19)

وَيَٰٓـَٔادَمُ

এবং হে আদম

And O Adam!


ٱسْكُنْ

বসবাস করো

Dwell


أَنتَ

তুমি

you


وَزَوْجُكَ

ও তোমার স্ত্রী

and your wife


ٱلْجَنَّةَ

জান্নাতে

(in) the Garden


فَكُلَا

অতঃপর দু'জনে খাও

and you both eat


مِنْ

থেকে

from


حَيْثُ

যেখান

wherever


شِئْتُمَا

তোমরা দু'জনে চাও

you both wish


وَلَا

তবে না

but (do) not


تَقْرَبَا

দু'জনে নিকটে হবে

approach [you both]


هَٰذِهِ

এই

this


ٱلشَّجَرَةَ

গাছের

[the] tree


فَتَكُونَا

তাহ'লে দু'জনে হবে

lest you both be


مِنَ

অন্তর্ভুক্ত

among


ٱلظَّٰلِمِينَ

সীমালঙ্ঘনকারীদের"

the wrongdoers"


(20)

فَوَسْوَسَ

অতঃপর কুমন্ত্রণা দিলো

Then whispered


لَهُمَا

প্রতি তাদের দুজনের

to both of them


ٱلشَّيْطَٰنُ

শয়তান

the Shaitaan


لِيُبْدِىَ

যেন প্রকাশ করে দেয়

to make apparent


لَهُمَا

কাছে তাদের দু'জনের

to both of them


مَا

যা

what


وُۥرِىَ

গোপন রাখা হয়েছিলো

was concealed


عَنْهُمَا

নিকট তাদের দুজন

from both of them


مِن

থেকে

of


سَوْءَٰتِهِمَا

দুজনের লজ্জাস্থানগুলো তাদের

their shame


وَقَالَ

এবং (শয়তান) বললো

And he said


مَا

"না

"(Did) not


نَهَىٰكُمَا

তোমাদের দুজনকে নিষেধ করেছেন

forbid you both


رَبُّكُمَا

তোমাদের দুজনের রব

your Lord


عَنْ

হতে

from


هَٰذِهِ

এই

this


ٱلشَّجَرَةِ

গাছ

[the] tree


إِلَّآ

এছাড়া

except


أَن

যে

that


تَكُونَا

তোমরা দুজনে হয়ে যাবে

you two become


مَلَكَيْنِ

দুই ফেরেশতা

Angels


أَوْ

অথবা

or


تَكُونَا

তোমরা দুজনে হবে

you two become


مِنَ

অন্তর্ভুক্ত

of


ٱلْخَٰلِدِينَ

চিরস্থায়ীদের"

the immortals"


দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ২০৬ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 4 5 6 · · · 8 9 10 11 পরের পাতা »