শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-মুরসালাত আয়াত সংখ্যাঃ 50 - মাক্কী

(1)

وَٱلْمُرْسَلَٰتِ

শপথ প্রেরিত (বায়ুর)
By the ones sent forth

عُرْفًا

কল্যাণ সুরূপ
one after another

(2)

فَٱلْعَٰصِفَٰتِ

অতঃপর ঝটিকার
And the winds that blow

عَصْفًا

প্রলংকরী
violently

(3)

وَٱلنَّٰشِرَٰتِ

এবং (মেঘপুঞ্জ) বিস্তারকারী (বায়ুর)
And the ones that scatter

نَشْرًا

বিস্তার করা
far and wide

(4)

فَٱلْفَٰرِقَٰتِ

প্রৃথককারী (বায়ুর) অতংপর
And those who separate

فَرْقًا

পৃথক করা (মেঘকে)
(by the) Criterion

(5)

فَٱلْمُلْقِيَٰتِ

অতংপর জাগ্রতকারীদের (অন্তরে)
And those who bring down

ذِكْرًا

উপদেশ
(the) Reminder

(6)

عُذْرًا

অনুশোচনা করা
(As) justification

أَوْ

বা
or

نُذْرًا

সতর্কতা সুরূপ
warning

(7)

إِنَّمَا

(যা) মূলতঃ
Indeed what

تُوعَدُونَ

তোমাদের ওয়াদা করা হয়েছে
you are promised

لَوَٰقِعٌ

সংঘটিত হবে অবশ্যই
will surely occur

(8)

فَإِذَا

যখন অতঃপর
So when

ٱلنُّجُومُ

তারকাসমূহ
the stars

طُمِسَتْ

স্লান করা হবে
are obliterated

(9)

وَإِذَا

যখন এবং
And when

ٱلسَّمَآءُ

আসমান
the heaven

فُرِجَتْ

বিদীর্ণ করা হবে
is cleft asunder

(10)

وَإِذَا

যখন এবং
And when

ٱلْجِبَالُ

পর্বত সমূহকে
the mountains

نُسِفَتْ

ধুনে ফেলা হবে
are blown away

(11)

وَإِذَا

যখন এবং
And when

ٱلرُّسُلُ

রসুলগণকে
the Messengers

أُقِّتَتْ

নির্দিষ্ট সময় উপস্থিত করা হবে
are gathered to their appointed time

(12)

لِأَىِّ

কোন জন্য
For what

يَوْمٍ

দিনের
Day

أُجِّلَتْ

স্থগিত করা হয়েছে
are (these) postponed?

(13)

لِيَوْمِ

দিনের জন্য
For (the) Day

ٱلْفَصْلِ

পৃৃথককারী (ফয়সালার)
(of) Judgment

(14)

وَمَآ

কি এবং
And what

أَدْرَىٰكَ

তুমি জানো
will make you know

مَا

কি
what

يَوْمُ

দিন
(is the) Day

ٱلْفَصْلِ

পৃৃথককারী (ফয়সালার)
(of) the Judgment?

(15)

وَيْلٌ

ধ্বংস
Woe

يَوْمَئِذٍ

সেইদিন
that Day

لِّلْمُكَذِّبِينَ

মিথ্যারোপকারীদের জন্য
to the deniers

(16)

أَلَمْ

নাই কি
Did not

نُهْلِكِ

ধ্বংস আমরা করি
We destroy

ٱلْأَوَّلِينَ

আগের লোকদের
the former (people)?

(17)

ثُمَّ

এরপর
Then

نُتْبِعُهُمُ

তাদের অনুগামি আমরা করব
We follow them up

ٱلْءَاخِرِينَ

পর্ববর্তী লোকদের
(with) the later ones

(18)

كَذَٰلِكَ

এরূপ
Thus

نَفْعَلُ

করি আমরা
We deal

بِٱلْمُجْرِمِينَ

অপরাধিদের সাথে
with the criminals

(19)

وَيْلٌ

ধ্বংস
Woe

يَوْمَئِذٍ

সেদিন
that Day

لِّلْمُكَذِّبِينَ

মিথ্যারোপকারীদের জন্য
to the deniers

(20)

أَلَمْ

নাই কি
Did not

نَخْلُقكُّم

তোমাদেরকে সৃষ্টি আমরা করি
We create you

مِّن

থেকে
from

مَّآءٍ

পানি
a water

مَّهِينٍ

তুচ্ছ
despicable?

দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৫০ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 3 পরের পাতা »