শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আন-নাবা আয়াত সংখ্যাঃ 40 - মাক্কী

(1)

عَمَّ

কি সম্পর্কে
About what

يَتَسَآءَلُونَ

তারা পরস্পরকে জিজ্ঞাসা করছে
are they asking one another?

(2)

عَنِ

সম্পর্কে
About

ٱلنَّبَإِ

সংবাদ
the News

ٱلْعَظِيمِ

মহা (অর্থাৎ কিয়ামত)
the Great

(3)

ٱلَّذِى

তা (এমন যে)
(About) which

هُمْ

তারা
they

فِيهِ

সে বিষয়ে
(are) concerning it

مُخْتَلِفُونَ

(নিজেরাই) মতানৈক্যকারী
(in) disagreement

(4)

كَلَّا

কখনও না
Nay!

سَيَعْلَمُونَ

তারা শীঘ্র জানবে
Soon they will know

(5)

ثُمَّ

আবার (বলি)
Then

كَلَّا

কখনও না
Nay!

سَيَعْلَمُونَ

তারা শীঘ্র জানবে
soon they will know

(6)

أَلَمْ

নি কি
Have not

نَجْعَلِ

আমরা বানাই
We made

ٱلْأَرْضَ

ভূমিকে
the earth

مِهَٰدًا

বিছানা স্বরূপ
a resting place?

(7)

وَٱلْجِبَالَ

এবং পাহাড়-পর্বতকে
And the mountains

أَوْتَادًا

কীলক স্বরূপ
(as) pegs

(8)

وَخَلَقْنَٰكُمْ

এবং তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি
And We created you

أَزْوَٰجًا

জোড়ায় জোড়ায়
(in) pairs

(9)

وَجَعَلْنَا

এবং আমরা বানিয়েছি
And We made

نَوْمَكُمْ

তোমাদের ঘুমকে
your sleep

سُبَاتًا

বিশ্রাম (শান্তির বাহন)
(for) rest

(10)

وَجَعَلْنَا

এবং আমরা বানিয়েছি
And We made

ٱلَّيْلَ

রাতকে
the night

لِبَاسًا

আবরণ স্বরূপ
(as) covering

(11)

وَجَعَلْنَا

এবং আমরা বানিয়েছি
And We made

ٱلنَّهَارَ

দিনকে
the day

مَعَاشًا

জীবিকা অর্জনের সময়
(for) livelihood

(12)

وَبَنَيْنَا

এবং আমরা নির্মাণ করেছি
And We constructed

فَوْقَكُمْ

তোমাদের উপর
over you

سَبْعًا

সাত
seven

شِدَادًا

সুদৃঢ় (আকাশ)
strong

(13)

وَجَعَلْنَا

এবং আমরা বানিয়েছি
And We placed

سِرَاجًا

প্রদীপ (সূর্য)
a lamp

وَهَّاجًا

উজ্জ্বল
burning

(14)

وَأَنزَلْنَا

আমরা বর্ষণ করেছি
And We sent down

مِنَ

হতে
from

ٱلْمُعْصِرَٰتِ

মেঘমালা
the rain clouds

مَآءً

পানি
water

ثَجَّاجًا

মুষলধারে
pouring abundantly

(15)

لِّنُخْرِجَ

এজন্য যে আমরা বের করব
That We may bring forth

بِهِۦ

তা দিয়ে
thereby

حَبًّا

শস্য
grain

وَنَبَاتًا

ও উদ্ভিদ
and vegetation

(16)

وَجَنَّٰتٍ

এবং বাগিচাসমূহ
And gardens

أَلْفَافًا

ঘনসন্নিবিষ্ট
(of) thick foliage

(17)

إِنَّ

নিশ্চয়ই
Indeed

يَوْمَ

দিন
(the) Day

ٱلْفَصْلِ

বিচারের
(of) the Judgment

كَانَ

আছে
is

مِيقَٰتًا

নির্দিষ্ট
an appointed time

(18)

يَوْمَ

সেদিন
(The) Day

يُنفَخُ

ফুঁ দেওয়া হবে
is blown

فِى

মধ্যে
in

ٱلصُّورِ

শিঙ্গার
the trumpet

فَتَأْتُونَ

অতঃপর তোমরা আসবে
and you will come forth

أَفْوَاجًا

দলে দলে
(in) crowds

(19)

وَفُتِحَتِ

এবং সেদিন উন্মুক্ত করা হবে
And is opened

ٱلسَّمَآءُ

আকাশ
the heaven

فَكَانَتْ

অতঃপর তা হবে
and becomes

أَبْوَٰبًا

অনেক দরজা
gateways

(20)

وَسُيِّرَتِ

এবং চালিয়ে দেয়া হবে
And are moved

ٱلْجِبَالُ

পাহাড়গুলো
the mountains

فَكَانَتْ

অতঃপর তা হবে
and become

سَرَابًا

মরীচিকা
a mirage

দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৪০ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 পরের পাতা »