শব্দে শব্দে আল-কুরআন - সূরাঃ আল-ফাজর আয়াত সংখ্যাঃ 30 - মাক্কী

(1)

وَٱلْفَجْرِ

শপথ ঊষার
By the dawn

(2)

وَلَيَالٍ

শপথ রাতের
And the nights

عَشْرٍ

দশ
ten

(3)

وَٱلشَّفْعِ

শপথ জোড়ের
And the even

وَٱلْوَتْرِ

ও বেজোড়ের
and the odd

(4)

وَٱلَّيْلِ

শপথ রাতের
And the night

إِذَا

যখন
when

يَسْرِ

তা যেতে থাকে
it passes

(5)

هَلْ

কি
Is

فِى

মধ্যে (আছে)
in

ذَٰلِكَ

এর
that

قَسَمٌ

কোনো শপথ (কোনো প্রমাণ)
an oath

لِّذِى

সম্পন্ন ব্যক্তির জন্য
for those

حِجْرٍ

বোধশক্তি
who understand?

(6)

أَلَمْ

নি কি
Do not

تَرَ

তুমি দেখ
you see

كَيْفَ

কেমন
how

فَعَلَ

করেছেন
dealt

رَبُّكَ

তোমার রব
your Lord

بِعَادٍ

আ'দ বংশের সাথে
with Aad

(7)

إِرَمَ

ইরাম গোত্রের (প্রতি)
Iram

ذَاتِ

অধিকারী (ছিল)
possessors (of)

ٱلْعِمَادِ

সুউচ্চ প্রাসাদের
lofty pillars

(8)

ٱلَّتِى

যা (এমন ছিল যে)
Which

لَمْ

নি
not

يُخْلَقْ

নির্মিত হয়
had been created

مِثْلُهَا

তার সমতুল্য (কোন জাতি)
like them

فِى

হতে
in

ٱلْبِلَٰدِ

দেশ সমূহে
the cities

(9)

وَثَمُودَ

এবং (কেমন করেছেন সামূদদের সাথে)
And Thamud

ٱلَّذِينَ

যারা
who

جَابُوا۟

কেটেছিল
carved out

ٱلصَّخْرَ

পাথর (ভূমি সমূহ)
the rocks

بِٱلْوَادِ

উপত্যকার
in the valley

(10)

وَفِرْعَوْنَ

এবং (কেমন করেছেন) ফিরআউনের সাথে
And Firaun

ذِى

(যে ছিল) অধিপতি
owner of

ٱلْأَوْتَادِ

কীলকসমূহের (সৈন্য শিবিরের)
stakes?

(11)

ٱلَّذِينَ

যারা
Who

طَغَوْا۟

সীমালঙ্ঘন করেছিলো
transgressed

فِى

মধ্যে
in

ٱلْبِلَٰدِ

(বিভিন্ন) দেশে
the lands

(12)

فَأَكْثَرُوا۟

আর বৃদ্ধি করেছিল
And made much

فِيهَا

তার মধ্যে
therein

ٱلْفَسَادَ

বিপর্যয়/ অশান্তি
corruption

(13)

فَصَبَّ

তারপর আঘাত করলেন
So poured

عَلَيْهِمْ

তাদের উপর
on them

رَبُّكَ

তোমার রব
your Lord

سَوْطَ

চাবুকের
scourge

عَذَابٍ

শাস্তির
(of) punishment

(14)

إِنَّ

নিশ্চয়ই
Indeed

رَبَّكَ

তোমার রব
your Lord

لَبِٱلْمِرْصَادِ

অবশ্যই (ধরবেন) ঘাঁটিতে
(is) surely Ever Watchful

(15)

فَأَمَّا

অতঃপর ব্যাপার হলো
And as for

ٱلْإِنسَٰنُ

মানুষের
man

إِذَا

যখন
when

مَا

তাকে
does

ٱبْتَلَىٰهُ

পরীক্ষা করেন
try him

رَبُّهُۥ

তার রব
his Lord

فَأَكْرَمَهُۥ

তাকে সম্মান দেন
and is generous to him

وَنَعَّمَهُۥ

ও তাকে অনুগ্রহ করেন
and favors him

فَيَقُولُ

তখন সে বলে
he says

رَبِّىٓ

"আমার রব
"My Lord

أَكْرَمَنِ

আমাকে সম্মানিত করেছেন"
has honored me"

(16)

وَأَمَّآ

আর
But

إِذَا

যখন
when

مَا

তাকে
does

ٱبْتَلَىٰهُ

পরীক্ষা করেন
He try him

فَقَدَرَ

সংকীর্ণ করেন
and restricts

عَلَيْهِ

তার উপর
for him

رِزْقَهُۥ

তার রিযক
his provision

فَيَقُولُ

তখন সে বলে
then he says

رَبِّىٓ

"আমার রব
"My Lord

أَهَٰنَنِ

আমাকে হেয় করেছেন"
(has) humiliated me"

(17)

كَلَّا

কখনও না
Nay!

بَل

বরং
But

لَّا

না
not

تُكْرِمُونَ

তোমরা সম্মান করো
you honor

ٱلْيَتِيمَ

ইয়াতীমের
the orphan

(18)

وَلَا

এবং না
And not

تَحَٰٓضُّونَ

তোমরা পরস্পরকে উৎসাহিত করো
you feel the urge

عَلَىٰ

জন্য
to

طَعَامِ

খাদ্য দানের
feed

ٱلْمِسْكِينِ

অভাবগ্রস্তদের
the poor

(19)

وَتَأْكُلُونَ

এবং তোমরা খাও
And you consume

ٱلتُّرَاثَ

উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ
the inheritance

أَكْلًا

খাওয়া
devouring

لَّمًّا

সম্পূর্ণরূপে
altogether

(20)

وَتُحِبُّونَ

এবং তোমরা ভালোবাস
And you love

ٱلْمَالَ

ধনসম্পদ
wealth

حُبًّا

ভালোবাসা
(with) love

جَمًّا

খুব বেশি
exceeding

দেখানো হচ্ছেঃ থেকে ২০ পর্যন্ত, সর্বমোট ৩০ টি রেকর্ডের মধ্য থেকে পাতা নাম্বারঃ 1 2 পরের পাতা »