কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

১৫ সূরাঃ আল-হিজর | Al-Hijr | ٱلْحِجْر - আয়াত নং - ৯৭ - মাক্কী

১৫ : ৯৭ وَ لَقَدۡ نَعۡلَمُ اَنَّكَ یَضِیۡقُ صَدۡرُكَ بِمَا یَقُوۡلُوۡنَ ﴿ۙ۹۷﴾

আর অবশ্যই আমি জানি যে, তারা যা বলে তাতে তোমার অন্তর সঙ্কুচিত হয়। আল-বায়ান

আমি জানি, তারা যে সব কথা-বার্তা বলে তাতে তোমার মন সংকুচিত হয়। তাইসিরুল

আমিতো জানি যে, তারা যা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। মুজিবুর রহমান

And We already know that your breast is constrained by what they say. Sahih International

৯৭. আর অবশ্যই আমরা জানি, তারা যা বলে তাতে আপনার অন্তর সংকুচিত হয়;

-

তাফসীরে জাকারিয়া

(৯৭) আমি তো অবশ্যই জানি যে, তারা যা বলে তাতে তোমার হৃদয় সংকুচিত হয়।

-

তাফসীরে আহসানুল বায়ান