কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৩৯ সূরাঃ আয-যুমার | Az-Zumar | ٱلزُّمَر - আয়াত নং - ৩০ - মাক্কী

৩৯ : ৩০ اِنَّكَ مَیِّتٌ وَّ اِنَّهُمۡ مَّیِّتُوۡنَ ﴿۫۳۰﴾

নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল। আল-বায়ান

তুমিও মরবে আর তারাও মরবে। তাইসিরুল

তুমিতো মরণশীল এবং তারাও মরণশীল। মুজিবুর রহমান

Indeed, you are to die, and indeed, they are to die. Sahih International

৩০. আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল।

-

তাফসীরে জাকারিয়া

(৩০) নিশ্চয় তোমার মৃত্যু হবে এবং ওদেরও মৃত্যু হবে।

-

তাফসীরে আহসানুল বায়ান