কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | ٱلنَّجْم - আয়াত নং - ৪৪ - মাক্কী

৫৩ : ৪৪ وَ اَنَّهٗ هُوَ اَمَاتَ وَ اَحۡیَا ﴿ۙ۴۴﴾

আর নিশ্চয় তিনিই মৃত্যু দেন এবং তিনিই জীবন দেন। আল-বায়ান

আর এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান। তাইসিরুল

এবং এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান, মুজিবুর রহমান

And that it is He who causes death and gives life Sahih International

৪৪. আর এই যে, তিনিই মারেন এবং তিনিই বাঁচান,

-

তাফসীরে জাকারিয়া

(৪৪) এবং এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান।

-

তাফসীরে আহসানুল বায়ান