কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | ٱلنَّجْم - আয়াত নং - ৫৪ - মাক্কী

৫৩ : ৫৪ فَغَشّٰهَا مَا غَشّٰی ﴿ۚ۵۴﴾

অতঃপর সেটাকে আচ্ছন্ন করেছিল, যা আচ্ছন্ন করার ছিল। আল-বায়ান

অতঃপর তাকে আচ্ছন্ন করল যা তাকে আচ্ছন্ন করেছে। তাইসিরুল

ওকে আচ্ছন্ন করল কি সর্বগ্রাসী শাস্তি! মুজিবুর রহমান

And covered them by that which He covered. Sahih International

৫৪. অতঃপর সেটাকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার!(১)

(১) অর্থাৎ আচ্ছন্ন করে নিল জনপদগুলোকে উল্টে দেয়ার পর ৷ তাদের ওপর প্রস্তর বর্ষণ করা হয়েছিল। [কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৫৪) তারপর ওকে আচ্ছন্ন করল যা আচ্ছন্ন করার। [1]

[1] অর্থাৎ, তারপর তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়।

তাফসীরে আহসানুল বায়ান