কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫৪ সূরাঃ আল-কামার | Al-Qamar | ٱلْقَمَر - আয়াত নং - ৩৯ - মাক্কী

৫৪ : ৩৯ فَذُوۡقُوۡا عَذَابِیۡ وَ نُذُرِ ﴿۳۹﴾

‘আর আমার আযাব ও সাবধানবাণীর পরিণাম আস্বাদন কর’। আল-বায়ান

তখন আমি বললাম- ‘আমার শাস্তি ও সতর্কবাণীর স্বাদ গ্রহণ কর। তাইসিরুল

(আমি বললাম) আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম। মুজিবুর রহমান

So taste My punishment and warning. Sahih International

৩৯. সুতরাং আস্বাদন কর আমার শাস্তি এবং ভীতিপ্রদর্শনের পরিণাম।

-

তাফসীরে জাকারিয়া

(৩৯) এবং (আমি বললাম,) আস্বাদন কর আমার শাস্তি এবং সতর্কবাণীর পরিণাম!

-

তাফসীরে আহসানুল বায়ান