কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
  ৭০ সূরাঃ আল-মা'আরিজ | Al-Ma'arij | ٱلْمَعَارِج - আয়াত নং - ১৩ - মাক্কী
 
          ৭০ : ১৩ وَ فَصِیۡلَتِهِ الَّتِیۡ تُــٔۡوِیۡهِ ﴿ۙ۱۳﴾  
          
           
          
          
          
          আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত। আল-বায়ান
আর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, তাইসিরুল
তার জ্ঞাতি গোষ্ঠিকে যারা তাকে আশ্রয় দিত – মুজিবুর রহমান
And his nearest kindred who shelter him Sahih International
১৩. আর তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত,
-
তাফসীরে জাকারিয়া(১৩) তার জ্ঞাতি-গোষ্ঠীকে, যারা তাকে আশ্রয় দিত।
-
তাফসীরে আহসানুল বায়ান