কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮৮ সূরাঃ আল-গাশিয়া | Al-Ghashiya | سورة الغاشية - আয়াত নং - ১৮ - মাক্কী

৮৮ : ১৮ وَ اِلَی السَّمَآءِ كَیۡفَ رُفِعَتۡ ﴿ٝ۱۸﴾

আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে? আল-বায়ান

এবং আসমানের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে উঠানো হয়েছে? তাইসিরুল

এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে সমুচ্চ করা হয়েছে? মুজিবুর রহমান

And at the sky - how it is raised? Sahih International

১৮. এবং আসমানের দিকে, কিভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?

-

তাফসীরে জাকারিয়া

১৮। এবং আকাশের দিকে যে, কিভাবে ওটাকে ঊর্ধ্বে উত্তোলন করা হয়েছে? [1]

[1] অর্থাৎ, আকাশকে বহু উঁচুতে রাখা হয়েছে। পাঁচশত বছরের দূরত্বের পথ; তা বিনা খুঁটিতে দাঁড়িয়ে আছে। তাতে কোন ফাটল ও বক্রতা নেই। পরন্তু তাকে আমি নক্ষত্র দ্বারা সৌন্দর্যমন্ডিত করেছি।

তাফসীরে আহসানুল বায়ান