কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৯০ সূরাঃ আল-বালাদ | Al-Balad | سورة البلد - আয়াত নং - ৫ - মাক্কী

৯০ : ৫ اَیَحۡسَبُ اَنۡ لَّنۡ یَّقۡدِرَ عَلَیۡهِ اَحَدٌ ۘ﴿۵﴾

সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার উপর ক্ষমতাবান হবে না? আল-বায়ান

সে কি মনে করে যে তার উপর কেউ ক্ষমতাবান নেই? তাইসিরুল

সে কি মনে করে যে, কখনও তার উপর কেহ ক্ষমতাবান হবেনা? মুজিবুর রহমান

Does he think that never will anyone overcome him? Sahih International

৫. সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না?

-

তাফসীরে জাকারিয়া

৫। সে কি মনে করে যে, কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না? [1]

[1] অর্থাৎ, কেউ তাকে পাকড়াও করার শক্তি রাখে না।

তাফসীরে আহসানুল বায়ান