কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
        
                  
      লগইন করুন
৪৪ সূরাঃ আদ-দুখান | Ad-Dukhan | ٱلدُّخَان - আয়াত নং -৪৭ - মাক্কী
 
          ৪৪ : ৪৭ خُذُوۡهُ فَاعۡتِلُوۡهُ  اِلٰی سَوَآءِ الۡجَحِیۡمِ ﴿٭ۖ۴۷﴾  
          
           
          
          
          
          (বলা হবে) ‘ওকে ধর, অতঃপর তাকে জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাও’। আল-বায়ান
(বলা হবে) ওকে ধর, আর ওকে টেনে নিয়ে যাও জাহান্নামের আগুনের মাঝখানে। তাইসিরুল
(বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে। মুজিবুর রহমান
[It will be commanded], "Seize him and drag him into the midst of the Hellfire, Sahih International
৪৭. (বলা হবে) তাকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে,
-
তাফসীরে জাকারিয়া(৪৭) (আমি বলব,) ওকে ধর এবং টেনে নিয়ে যাও জাহান্নামের মধ্যস্থলে। [1]
[1] এ কথা জাহান্নামে নিযুক্ত ফিরিশতাকে বলা হবে। سواء অর্থ মধ্যস্থলে।
তাফসীরে আহসানুল বায়ান