৩৭ : ১৫২  
  وَلَدَ اللّٰهُ ۙ وَ  اِنَّهُمۡ  لَكٰذِبُوۡنَ ﴿۱۵۲﴾   
        
         
        
        
        
        
    ولد الله  و  انهم  لكذبون ﴿۱۵۲﴾   
‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন’ আর তারা অবশ্যই মিথ্যাবাদী। আল-বায়ান
আল্লাহ সন্তানের জন্ম দিয়েছেন। তারা অবশ্যই মিথ্যেবাদী। তাইসিরুল
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। তারা নিশ্চয়ই মিথ্যাবাদী। মুজিবুর রহমান
" Allah has begotten," and indeed, they are liars. Sahih International
১৫২. আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। আর তারা নিশ্চয় মিথ্যাবাদী।
-
তাফসীরে জাকারিয়া(১৫২) ‘আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন।’ নিশ্চয় ওরা মিথ্যাবাদী।
-
তাফসীরে আহসানুল বায়ান