৩৭ : ১৫৪  
  مَا  لَكُمۡ ۟  كَیۡفَ تَحۡكُمُوۡنَ ﴿۱۵۴﴾   
        
         
        
        
        
        
    ما  لكم   كیف تحكمون ﴿۱۵۴﴾   
তোমাদের কী হল? তোমরা কেমন ফয়সালা করছ! আল-বায়ান
তোমাদের কী হয়েছে, তোমরা কেমন ফয়সালা করছ? তাইসিরুল
তোমাদের কি হয়েছে, তোমরা কি রূপ বিচার কর? মুজিবুর রহমান
What is [wrong] with you? How do you make judgement? Sahih International
১৫৪. তোমাদের কী হয়েছে, তোমরা কিরূপ বিচার কর?
-
তাফসীরে জাকারিয়া(১৫৪) তোমাদের কি হয়েছে, তোমাদের এ কেমন সিদ্ধান্ত?
-
তাফসীরে আহসানুল বায়ান