৪৪ : ৪৫  
  كَالۡمُهۡلِ ۚۛ یَغۡلِیۡ  فِی الۡبُطُوۡنِ ﴿ۙ۴۵﴾   
        
         
        
        
        
        
    كالمهل  یغلی  فی البطون ﴿۴۵﴾   
গলিত তামার মত, উদরসমূহে ফুটতে থাকবে। আল-বায়ান
গলিত তামার মত পেটে ফুটতে থাকবে। তাইসিরুল
গলিত তাম্রের মত; ওটা তার উদরে ফুটতে থাকবে – মুজিবুর রহমান
Like murky oil, it boils within bellies Sahih International
৪৫. গলিত তামার মত, পেটের মধ্যে ফুটতে থাকবে।
-
তাফসীরে জাকারিয়া(৪৫) গলিত তামার মত[1] তা পেটের ভিতর ফুটতে থাকবে,
[1] مُهْلٌ গলিত তামা, আগুনে গলিত জিনিস। অথবা তৈলকিট্ট; যা তেলপাত্রের তলে ঘোলাটে মাটির মত পড়ে থাকে।
তাফসীরে আহসানুল বায়ান