হজ্জ/উমরা ও কুরবানী বিষয়ক ভিডিও, সর্বমোটঃ ৩ টি
হজ্জ প্রশিক্ষণ দেবার জন্য কাবা সাদৃশ্য কিছু বানানো যাবে কি?

হাতে কলমে হজ্জ প্রশিক্ষণ দেবার জন্য অনেক দেশ বা এজেন্সি এখন কাবা সাদৃশ্য ঘর তৈরি করে সেখানে হজ্জে যারা যাবেন তাদের প্রশিক্ষণ দিচ্ছেন।
এই ধরনের কোন কিছু করা ইসলামী শরিয়তে কতটুকু অনুমোদিত নাকি এটী একটি হারাম কাজ।

ড. মুহাম্মদ সাইফুল্লাহ

পশু কুরবানী করার সময় কি তাকে হত্যা করছেন কি?

আমরা পশু কুরবানী করার সময় অনেক সময় সঠিক ভাবে জবেহ করি না, অনেকেই হয়ত ছুরি দিয়ে পশুর গলায় খোঁচা দিয়ে থাকি যাতে তাড়াতাড়ি জীবনটা বের হয়। এই ধরনের কিছু করা সঠিক কি এবং সঠিক ভাবে কিভাবে জবেহ করবেন জেনে নিন এই ভিডিওটি থেকে।

ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া

কুরবানীর গোশত বন্টনের নিয়ম

আমরা কুরবানী দিয়ে অনেক সময় কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হবে এটি নিয়ে সমস্যায় পড়ে থাকি। আমরা অনেকেই সমান ৩ ভাগ করে এক ভাগ নিজের জন্য, একভাগ গরীব মিসকিনদের জন্য এবং আরেকভাগ আত্মীয় স্বজনের জন্য রাখি, আবার অনেক জায়গায় সমাজপতিদের নিকট একভাগ জমা দিতে হয় ইত্যাদি। এখন সঠিক নিয়মে কিভাবে এই গোশত বন্টন করবেন বা এই বন্টনের মাস'আলা কি তা জানতে ভিডিওটি দেখে নিন।

ড. আবু বকর মুহাম্মদ যাকারিয়া

দেখানো হচ্ছেঃ থেকে ৩ পর্যন্ত, সর্বমোট ৩ টি রেকর্ডের মধ্য থেকে