করোনা ভাইরাসের কারনে ইদানীং অধিকাংশ মসজিদগুলিতেই সামাজিক দূরত্বের কথা বলে ৩ ফিট দূরে দূরে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করা হচ্ছে। এখন এই পরিস্থিতিতে এভাবে দূরে দূরে দাঁড়িয়ে জামাতে সালাত আদায় করা উত্তম নাকি ঘরে অন্যদের নিয়ে সুন্নাহ মোতাবেক আলাদা জামাত করা উত্তম?