চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি?
ইদানীং আমরা দেখতে পাই যে অনেক মুসল্লি বাসা থেকে সুন্দর ভাবে হেটে মসজিদে এসে সরাসরি চেয়ারে বসছেন বা চেয়ারে বসে বসেই সালাত আদায় করছেন যদিও তিনি দাঁড়াতে সক্ষম। এখন চেয়ারে বসে বা নিচে বসে সালাত আদায়ের হুকুম কি এবং কারা চেয়াতে বসে সালাত আদায় করতে পারবেন এবং কোন ধরনের ব্যাক্তি এটি করলে তার সালাত বাতিল বলে গণ্য হবে জানতে ভিডিওটি দেখুন।