চারটি হাদীস যা “আখলাক ও আদবের মূলনীতি” 

চারটি হাদীস, যে কেউ সেগুলো মুখস্থ করবে এবং যথাযথভাবে বাস্তবায়ন করবে, সে আখলাক ও আদবের মূলনীতিগুলো অর্জন করবে।


১. রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে।”
(সহীহ বুখারী ও মুসলিম)

মূল শিক্ষা: জবানের সংযম।


২. রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“কারো ইসলামের সৌন্দর্য এটাই যে, সে তাকে সংস্পর্শ না করা বিষয়গুলো থেকে দূরে থাকে।”
(সহীহ হাদীস, তিরমিযী ও অন্যান্য)

মূল শিক্ষা: অপ্রয়োজনীয় বিষয় পরিহার করা।


৩. এক ব্যক্তি নবী ﷺ কে বলল: “আমাকে উপদেশ দিন।”
নবী ﷺ বললেন: “রাগ করো না।” সে বারবার অনুরোধ করল, তখনও বললেন: “রাগ করো না।”
(সহীহ বুখারী)

মূল শিক্ষা: নফসের সংযম ও নিয়ন্ত্রণ।


৪. রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“তোমাদের কেউ প্রকৃত ঈমানদার হবে না, যতক্ষণ না সে নিজের জন্য যা ভালোবাসে, তা-ই তার ভাইয়ের জন্যও ভালোবাসবে।”
(সহীহ বুখারী ও মুসলিম)

মূল শিক্ষা: হৃদয়ের বিশুদ্ধতা ও পরিশুদ্ধ ইচ্ছা।


সারসংক্ষেপ:
১. প্রথম হাদীসে: জবানের সংযম
২. দ্বিতীয় হাদীসে: অপ্রয়োজনীয় কাজ বর্জন
৩. তৃতীয় হাদীসে: নফস নিয়ন্ত্রণ
৪. চতুর্থ হাদীসে: হৃদয়ের বিশুদ্ধতা

এগুলো বাস্তব জীবনে চর্চা করা হলে একজন মুসলমানের আখলাক হবে পরিপূর্ণ ও সুন্দর।

https://www.facebook.com/abubakar.m.zakaria/posts/pfbid0uVjTBoEHHtvZFQ1NE4m7rZyjN1BzS5bPK1XJsARs6CM26KuBmxquYbG1bCJqiTmfl
দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে