কিছু পরিভাষা ও তার বাংলা ব্যবহার

 

  1. লিবারেলিজম : পূর্ণ স্বাধীনতা।
  2. ইম্পেরিয়ালিজম : উপনিবেশবাদ।
  3. ডেমোক্রেসি : জনগণের সার্বভৌমত্ব।
  4. অ্যারিস্টোক্রেসি : অভিজাত শ্রেণি।
  5. বুর্জোয়া : উৎপাদনের উপায়গুলো নিয়ন্ত্রণকারী শ্রেণি।
  6. প্রলেতারিয়েত : শ্রমিক শ্রেণি (কষ্টক্লান্ত শ্রমজীবী)।
  7. টেকনোক্রেসি : তথাকথিত শিক্ষিত শ্রেণির শাসন।
  8. আইডিওলজি : ধারণা বা চিন্তাধারার বিজ্ঞান।
  9. সেমিওটিক্স : চিহ্ন বা প্রতীকের বিজ্ঞান।
  10. সাইকোপ্যাথি : শত্রুতাপূর্ণ বা সংঘর্ষপ্রবণ স্বভাব।
  11. প্র্যাগমাটিজম : স্বার্থবাদ।
  12. সেক্যুলারিজম : ধর্ম ও রাষ্ট্রের বিচ্ছিন্নতা।
  13. বলশেভিজম : সংখ্যাগরিষ্ঠতা।
  14. টেলিওলজি : উদ্দেশ্য বা ফলাফলের বিজ্ঞান।
  15. গ্নস্টিসিজম : আধ্যাত্মিক জগতে নিমগ্নতা।
  16. মেটাফিজিক্স : প্রাকৃতিক জগতের বাইরে যা (অতিপ্রাকৃত দর্শন)।
  17. এস্থেটিক্স : সৌন্দর্যবিজ্ঞান।
  18. এপিস্টেমোলজি : জ্ঞানতত্ত্ব।
  19. মিথোলজি : পুরাণ বা কল্পকাহিনীর বিজ্ঞান।
  20. অন্টোলজি : সত্তা বা অস্তিত্বের বিজ্ঞান।
  21. জিওলজি : ভূ-বিজ্ঞান।
  22. মেথোডোলজি : পদ্ধতিবিজ্ঞান।
  23. প্যাথলজি : রোগবিজ্ঞান।
  24. থিওলজি : ঈশ্বরতত্ত্ব বা ধর্মতত্ত্ব।
  25. অ্যানথ্রোপোলজি : নৃতত্ত্ব (মানববিজ্ঞান)।
  26. প্যালিওঅ্যানথ্রোপোলজি : প্রাচীন মানববিজ্ঞান।
  27. আর্কিওলজি : প্রত্নতত্ত্ব (লুপ্ত সভ্যতার গবেষণা)।
  28. যুক্তি : চিন্তার নিয়মসমূহের বিজ্ঞান।
  29. ডায়ালেক্টিক্স : বিতর্কের কলা বা জটিল যুক্তিতর্ক।
  30. প্রোটোকল : আনুষ্ঠানিক বিধি বা চুক্তিপত্র।
https://www.facebook.com/abubakar.m.zakaria/posts/pfbid0Z4ohoVqHMpceCWnQAaeWkwScTP9DvQuGuPpt8R1AxdHREwD2dXdGrDNPRVHwVoaDl
দেখানো হচ্ছেঃ থেকে ১ পর্যন্ত, সর্বমোট ১ টি রেকর্ডের মধ্য থেকে