কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ১৩১. কোন শহুরে ব্যক্তির অন্য কোন গ্রাম্য ব্যক্তির ক্রয়-বিক্রয়ে দালালি করা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      জাবির (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَبِعْ حَاضِرٌ لِبَادٍ ، دَعُوْا النَّاسَ يَرْزُقِ اللهُ بَعْضَهُمْ مِنْ بَعْضٍ
‘‘কোন শহুরে ব্যক্তি যেন কোন গ্রাম্য ব্যক্তির ক্রয়ে-বিক্রয়ে দালালি না করে। আল্লাহ্ তা’আলা মানুষের কাউকে অন্য কারোর মাধ্যমে রিযিক দিয়ে থাকেন। সুতরাং তোমরা এ ব্যাপারে কেউ কারোর উপর হস্তক্ষেপ করো না’’।[1]
আনাস্ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল (সা.) ইরশাদ করেন:
لاَ يَبِيْعُ حَاضِرٌ لِبَادٍ ، وَإِنْ كَانَ أَخَاهُ أَوْ أَبَاهُ
‘‘কোন শহুরে ব্যক্তি যেন কোন গ্রাম্য ব্যক্তির ক্রয়ে-বিক্রয়ে দালালি না করে। যদিও সে তার ভাই বা পিতা হোক’’।[2]
> [1] (মুসলিম, হাদীস ১৫২২ আবু দাউদ, হাদীস ৩৪৪২ তিরমিযী, হাদীস ১২২৩ ইবনু মাজাহ্, হাদীস ২২০৬)
[2] (মুসলিম, হাদীস ১৫২৩ আবু দাউদ, হাদীস ৩৪৪০)
                [2] (মুসলিম, হাদীস ১৫২৩ আবু দাউদ, হাদীস ৩৪৪০)