কুরআন ও সহীহ হাদীসের আলোকে নিষিদ্ধ কর্মকান্ড  কুরআন ও হাদীসে বর্ণিত নিষিদ্ধ কর্মসমূহ মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ১৩২. কোন যুদ্ধলব্ধ সামগ্রী যোদ্ধাদের মাঝে বন্টন করার পূর্বেই তা কারোর কাছ থেকে ক্রয় করা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      আবু সা’ঈদ্ খুদরী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شِرَاءِ الْـمَغَانِمِ حَتَّى تُقْسَمَ
‘‘রাসূল (সা.) কোন যুদ্ধলব্ধ সামগ্রী যোদ্ধাদের মাঝে বন্টন করার পূর্বেই তা কারোর কাছ থেকে ক্রয় করতে নিষেধ করেছেন’’।[1]
> [1] (তিরমিযী, হাদীস ১৫৬৩)