প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১৩৬. নিফাস অবস্থায় নিষিদ্ধ কাজ করে ফেললে কী করবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      বিশেষ করে স্ত্রীসহবাস করে ফেললে তা হবে কবীরা গুনাহ, মহা পাপ। সেজন্য সাদাকা দিতে হবে। দেখুন হায়েয অধ্যায়ে। তাছাড়া অন্য কোন নিষিদ্ধ কাজ করে ফেললে কাফফারা দিতে না হলেও তাওবাহ করতে হবে।