প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  প্রথম অধ্যায় - তাহারাত বা পবিত্রতা অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১৩৭. হায়েয ও নিফাসকালীন সময়ে বাদ যাওয়া নামায রোযা কী করবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      তাদের জন্য বাদ পড়া এ নামায একেবারেই মাফ, কাযা করার দরকার নেই। তবে বাদ যাওয়া ফরয রোযাগুলো পরবর্তীতে কাযা করতে হয় ।