প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           যোহরের সালাতের সুন্নাত - ৫৭. যোহরের ফরজের আগের সন্নাত কী ৪ রাকআত? নাকি ২ রাকআত?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মা আয়েশা (রা.) ও উম্মে হাবীবা (রা.) বলেছেন, রাসূলুল্লাহ (স.) যোহরের ফরজের আগে চার রাকআত সুন্নাত পড়তেন। (মুসলিম)। অপরদিকে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর (রা.) বলেছেন, রাসূলুল্লাহ (স.) যোহরের ফরজের আগে দুই রাকআত সুন্নাত পড়তেন। (বুখারী ও মুসলিম) দু’টো হাদীসই সহীহ। তবে উত্তম হলো চার রাকআত।