প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ৫৮. চার রাআত কি পদ্ধতিতে পড়ব?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      একসঙ্গে চার রাকআত পড়ে সালাম ফেরানো যাবে দু'টাই জায়েয। (তিরমিযী), তবে কোন কোন ফকীহর মতে দুই দুই রাকআত করে পড়া অধিকতর সহীহ। উল্লেখ্য যে, যোহরের ফরজের পর দুই রাকআত সুন্নাতে মুআক্কাদাহ। এতে কোন দ্বিমত নেই।