প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১১৭. তিলাওয়াতে সিজদা কিভাবে দেব?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      কেউ যখন সিজদার আয়াত তিলাওয়াত করে বা শ্রবণ করে তখন কিবলামুখী হয়ে আল্লাহু আকবার' বলে তাকবীর দিয়ে সিজদা করবে। এরপর সিজদার দুআ পড়েব। এরপর সিজদা থেকে মাথা উঠাবে, কিন্তু মাথা উঠানোর সময় আর তাকবীর দিবে না।