প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত  দ্বিতীয় অধ্যায় - সালাত (নামায) অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ১১৮. সিজদায় তখন কি দুআ পড়ব?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      সালাতে সিজদায় গিয়ে যা যা পড়া হয় তাই পড়বে তিলাওয়াতের সিজদায়ও। আয়েশা (রা) বলেছেন, রাসূলুল্লাহ (স.) তিলাওয়াতের সিজদায় এ দুআিটাও পড়তেন, “আমার চেহারা ঐ (আল্লাহকে) সিজদা করেছে, যিনি এটাকে সৃষ্টি করেছেন, কানে শ্রবণ শক্তি ও চোখে দৃষ্টি শক্তি দান করেছেন। তাঁর দয়া ও শক্তির বলেই এগুলো বলীয়ান। (আবু দাউদ: ১৪১৪) এছাড়া আরো একটি দু'আ তিনি পড়তেন। (দেখুন তিরমিযী হাদীস নং- ৫৭৯)