দ্বীনী প্রশ্নোত্তর  চিকিৎসা, তাবীয ও ঝাড়ফুঁক আবদুল হামীদ ফাইযী
    
           জিন ছাড়াতে কি আগুন ব্যবহার করা যায়?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      না। আগুন দিয়ে চেহারা ইত্যাদি পুড়িয়ে চিকিৎসা বৈধ নয়। যেহেতু মহানবী (সঃ) বলেছেন, “আগুন দিয়ে জ্বালানোর শাস্তি কেবল আল্লাহই দেন।” (বুখারি)