দ্বীনী প্রশ্নোত্তর  চিকিৎসা, তাবীয ও ঝাড়ফুঁক আবদুল হামীদ ফাইযী
    
           যিনি ঝাড়ফুঁক করবেন, তার কি আলেম, ইমাম বা হুজুর হওয়া জরুরী?           
          
                         
           
   
          
 
          
      
      
   
      না। আলেম হওয়া জরুরী নয়। যিনি কুরআন ও দুয়া জানেন তিনিই ঝাড়ফুঁক করতে পারেন। পরহেজগার মানুষের ঝাড়ফুঁক তাসির আছে।