প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  মীকাত অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ২৮- মক্কাবাসীগণ কোথা থেকে ইহরাম বাঁধবে?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      হজ্জের ইহরাম হলে নিজ নিজ ঘর থেকে, আর উমরার ইহরাম হলে মসজিদে তানয়ীমে যাবে অথবা হারামের হুদুদের (সীমানার) বাইরে যে কোন স্থানে গিয়ে বাঁধবে। মক্কায় চাকরীরত বিদেশীরাও তাই করবে।