প্রশ্নোত্তরে হজ্জ ও উমরা  মীকাত অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
    
           ২৯- ইহরাম ছাড়া মীকাত অতিক্রম করার হুকুম কি?          
          
                         
           
   
          
 
          
      
      
   
      এটা হারাম। তবে শুধুমাত্র চাকুরী, ব্যবসা, চিকিৎসা, পড়াশুনা, আত্মীয়-স্বজনের বাড়ীতে বেড়ানো বা অন্যকোন কারণে মক্কা শরীফ প্রবেশ করলে ইহরাম বাঁধা জরুরী নয়। কিন্তু ইহরাম পরে উমরা করে নিলে ভাল হয়। দলীলঃ
فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ لِمَنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ
(বুখারী ১৫২৬, মুসলিম ১১৮১)