হারাম ও কবিরা গুনাহ  গুনাহ্’র অপকার মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           অন্তরকে হীন, লাঞ্ছিত ও কলুষিত করে দেয়          
          
                         
           
   
          
 
          
      
      
   
      ৩৬. গুনাহ্ গুনাহ্গারের অন্তরকে হীন, লাঞ্ছিত ও কলুষিত করে দেয়।
আল্লাহ্ তা‘আলা বলেন:
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا، وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا.
‘‘সে ব্যক্তিই একমাত্র সফলকাম যে নিজ অন্তরাত্মাকে (আল্লাহ্ তা‘আলার আনুগত্যের মাধ্যমে) পবিত্র করেছে এবং একমাত্র সে ব্যক্তিই ব্যর্থ যে নিজ অন্তরাত্মাকে (আল্লাহ্ তা‘আলার অবাধ্যতার মাধ্যমে) কলুষিত করেছে’’। (শাম্স : ৯-১০)