হারাম ও কবিরা গুনাহ  হারাম ও কবীরা গুনাহ্ পরিচিতি মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল-মাদানী
    
           ১৩২. মসজিদে থুথু ফেলা          
          
                         
           
   
          
 
          
      
      
   
      মসজিদে থুথু ফেলা আরেকটি হারাম কাজ।
আনাস্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
الْبُزَاقُ فِيْ الْـمَسْجِدِ خَطِيْئَةٌ، وَكَفَّارَتُهَا دَفْنُهَا.
‘‘মসজিদে থুথু ফেলা গুনাহ্’র কাজ। যার কাফ্ফারা হলো তা দ্রুত মিটিয়ে ফেলা’’। (বুখারী ৪১৫)