ইসলামী জীবন-ধারা  সালামের আদব আবদুল হামীদ ফাইযী
    
           কোন প্রকার কথা বলার পূর্বে সালাম দেওয়া বিধেয়          
          
                         
           
   
          
 
          
      
      
   
      যেহেতু রাসুল (ﷺ) বলেন, ‘‘যে প্রথমে সালাম না দেবে, তাকে (প্রবেশে) অনুমতি দিও না।’’[1] তিনি (ﷺ) বলেন-
السلام قبل السؤال ، فمن بدأكم بالسؤال قبل السلام فلا تجيبوه
তিনি আরো বলেন, ‘‘যে সালামের আগে কথা বলতে শুরু করে, তার জবাব দিও না।[2]
 [1]. সহীহুল জা’মে হা/৭১৯০
[2]. সিলসিলাহ সহীহাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/৮১৬
                [2]. সিলসিলাহ সহীহাহ আল-মাকতাবাতুশ-শামেলা. হা/৮১৬