ইসলামী জীবন-ধারা  সালামের আদব আবদুল হামীদ ফাইযী
    
           পাপীদের সালাম দেয়া          
          
                         
           
   
          
 
          
      
      
   
      যদি কোন লোক হারাম কাজ করছে (যেমনঃ বিড়ি-সিগারেট খাচ্ছে অথবা দাড়ি চাঁচছে) তাহলে সেই পাপে রত থাকা অবস্থায় তাকে সালাম দেবেন না। সালাম দেবেন না কোন বেনামাযী অথবা এমন বিদআতীকে যে বিদআতী কাফেরকারী বিদআত করে থাকে। এমন লোকদের সালামের উত্তরও দেবেন না। পক্ষান্তরে সাধারণ পাপী-তাপী মানুষকে সালাম না দিলে যদি দ্বীনের কোন মঙ্গল আছে মনে করেন, তাহলে তাকেও সালাম দেওয়া বর্জন করুন। অবশ্য মঙ্গল-অমঙ্গল নির্ধারণ পরিস্থিতি অনুসারে বিভিন্ন হতে পারে।