২৪৩

পরিচ্ছেদঃ

২৪৩। সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যাক্তি যার খাবার ও হাসি কম এবং সন্তষ্ট থাকে সেই বস্তুতে যা তার লজ্জাস্থানকে আবৃত করে।

হাদীসটির কোন ভিত্তি নেই।

হাফিয ইরাকী “তাখরীজুল ইহইয়া” গ্রন্থে (৩/৬৯) এবং তাজুস সুবকী “তাবাকাতুল কুবরা” গ্রন্থে বলেনঃ এটির কোন ভিত্তি পাচ্ছি না।

أفضل الناس من قل طعمه وضحكه، ويرضى بما يستر به عورته لا أصل له - قال الحافظ العراقي في " تخريج الإحياء " (3 / 69) والتاج السبكي في الطبقات الكبرى لم أجد له أصلا


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ