কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৭৪
পরিচ্ছেদঃ
৩৭৪। তিনি পুরুষ ব্যক্তিকে তাঁর দু’ উটের মাঝে চলে (হেঁটে) উট দু’টিকে পরিচালনা করতে নিষেধ করেছেন।
হাদীসটি দুর্বল।
এটি হাকিম (৪/২৮০) মুহাম্মাদ ইবনু সাবেত বুনানী সূত্রে তার পিতা হতে ... বর্ণনা করেছেন। অতঃপর বলেছেনঃ সনদটি সহীহ। যাহাবী তার প্রতিবাদ করে বলেছেনঃ মুহাম্মাদকে নাসাঈ দুর্বল আখ্যা দিয়েছেন।
আমি (আলবানী) বলছিঃ হাফিয ইবনু হাজার “আত-তাকরীব” গ্রন্থে বলেছেনঃ তিনি দুর্বল।
نهى أن يمشي الرجل بين البعيرين يقودهما ضعيف - أخرجه الحاكم (4 / 280) من طريق محمد بن ثابت البناني عن أبيه عن أنس مرفوعا، وقال: صحيح الإسناد، ورده الذهبي بقوله محمد ضعفه النسائي قلت: وقال الحافظ ابن حجر في " التقريب ": ضعيف