লগইন করুন
পরিচ্ছেদঃ
৯৬০। কিছু বের হলে তাতে আমাদেরকে উযু করতে হবে। কিছু প্রবেশ করলে তাতে আমাদেরকে উযু করতে হবে না।
হাদীছটি নিতান্তই দুর্বল।
এটি তাবারানী “আল-মাজামুল কাবীর” গ্রন্থে আবু উমামাহ হতে বর্ণনা করেছেন। হায়ছামী "আল-মাজমা" (১/১৫২) গ্রন্থে বলেছেনঃ তাতে ওবায়দুল্লাহ ইবনু যাহার রয়েছেন, তিনি আলী ইবনু যায়েদ হতে হাদীছটি বর্ণনা করেছেন। কিন্তু তারা উভয়েই দুর্বল। তাদের দ্বারা দলীল গ্রহণ করা হালাল নয়।
আমি (আলবানী) বলছিঃ এ কারণেই হাফিয ইবনু হাজার পূর্বের হাদীছটির উপর কথা বলতে গিয়ে বলছেনঃ আবু উমামার হাদীছটি আরো বেশী দুর্বল।
إنما الوضوء علينا مما خرج، وليس علينا مما دخل ضعيف جدا - رواه الطبراني في " الكبير " عن أبي أمامة قال: دخل رسول الله صلى الله عليه وسلم على صفية بنت عبد المطلب فغرفت له، أو فقربت له علقا فوضعته بين يديه، ثم غرفت أو قربت آخر فوضعته بين يديه فأكل، ثم أتى المؤذن فقال: الوضوء الوضوء، فقال " فذكره. قال الهيثمي في " المجمع " (1 / 152) : " وفيه عبيد الله بن زحر عن علي بن يزيد، وهما ضعيفان لا يحل الاحتجاج بهما ". قلت: ولذلك قال الحافظ فيما سبق نقله عنه في الكلام على الحديث الذي قبله. " إنه أشد ضعفا منه