লগইন করুন
পরিচ্ছেদঃ
১৭৪৩। আবু সুফইয়ান ইবনুল হারেস জান্নাতী যুবকদের সরদার।
হাদীসটি দুর্বল।
হাদীসটিকে ইবনু সা’দ “আতত্ববাকাত” গ্রন্থে (৪/৫৩) ও হাকিম (৩/২৫৫) হাম্মাদ ইবনু সালামাহ সূত্রে হিশাম ইবনু উরওয়া হতে, তিনি তার পিতা হতে বর্ণনা করেছেন। তিনি বলেন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ...।
আমি (আলবানী) বলছিঃ এ সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য, ইমাম মুসলিমের বর্ণনাকারী। কিন্তু সনদটি মুরসাল। আর বাহ্যিকভাবে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিম্নোক্ত বাণীর বিরোধীঃ
“হাসান এবং হুসাইন জান্নাতী যুবকদের সরদার।”
এটি “সিলসিলাহ সহীহাহ" গ্রন্থে (৭৯৬) বর্ণিত হয়েছে।
أبو سفيان بن الحارث سيد فتيان أهل الجنة ضعيف - أخرجه ابن سعد في " الطبقات " (4 / 53) والحاكم (3 / 255) من طريق حماد بن سلمة عن هشام بن عروة عن أبيه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فذكره قلت: وهذا إسناد رجاله ثقات رجال مسلم، ولكنه مرسل. وهو بظاهره مخالف لقوله صلى الله عليه وسلم: " الحسن والحسين سيدا شباب ... ". وهو مخرج في " الصحيحة " (796)