১৭৫৫

পরিচ্ছেদঃ

১৭৫৫। আমার নিকট জিবরল এসে বললেনঃ তুমি যখন অযু করবে তখন তোমার দাড়ি খেলাল করবে।

হাদীসটি খুবই দুর্বল।

এটিকে ইবনু আবী শাইবাহ (১/১১) হাইসাম ইবনু জামায হতে, তিনি য়াযীদ ইবনু আবান হতে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ ...। "আলমুসান্নাফ" গ্রন্থের ছাপাতে এরূপই এসেছে “ইয়াযীদ ইবনু আবান হতে”। সাহাবীকে উল্লেখ করা হয়নি। “জামেউস সাগীর” গ্রন্থে এসেছেঃ ইবনু আবী শাইবাহ আনাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। জানি না ছাপা হতে আনাস (রাঃ)-এর নাম ছুটে গেছে, নাকি "আলমুসান্নাফ" গ্রন্থের উদ্ধৃতিতে “আলজামে” গ্রন্থে ধারণার বশবর্তী হয়ে সাহাবীকে উল্লেখ করা হয়েছে।

এর পরেও সনদটি খুবই দুর্বল। তা আনাস (রাঃ) হতে মুসনাদ হিসেবে বর্ণিত হয়ে থাক অথবা ইয়াযীদ ইবনু আবান হতে মুরসাল হিসেবে বর্ণিত হয়ে থাক। কারণ এ ইয়াযীদ এবং হাইসাম ইবনু জামায এরা উভয়েই মাতরূক।

এ (খুবই দুর্বল) হাদীস হতে আমাদেরকে নিরাপদে রাখতে পারে সে হাদীস যেটিকে অলীদ ইবনু যাওরান আনাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অযু করতেন তখন তিনি এক তালু পরিমাণ পানি নিয়ে তার চিবুকের নিম্নাংশে ঢুকাতেন। তিনি এর দ্বারা তার দাড়িকে খেলাল করতেন এবং বলতেনঃ আমার প্রতিপালক আমাকে এরূপই নির্দেশ প্রদান করেছেন।

এ ভাষার হাদীসটি সহীহ, যেমনটি “সহীহ আবী দাউদ” গ্রন্থে (১৩৩) এর ব্যাখ্যা প্রদান করেছি।

أتاني جبريل، فقال: إذا توضأت فخلل لحيتك ضعيف جدا - أخرجه ابن أبي شيبة (1 / 11) عن الهيثم بن جماز عن يزيد بن أبان عن النبي صلى الله عليه وسلم قال: فذكره. كذا وقع في المطبوعة من " المصنف ": " عن يزيد بن أبان " لم يذكر صحابيه، وفي " الجامع الصغير ": " ابن أبي شيبة عن أنس "، فلا أدري إذا كان سقط من المطبوعة ذكر أنس، أو في نقل " الجامع " عن " المصنف " وهم. ثم إن الإسناد ضعيف جدا، سواء كان مسندا عن أنس، أومرسلا عن يزيد بن أبان، فإن هذا والهيثم بن جماز كليهما متروك ويغني عن الحديث ما رواه الوليد بن زوران عن أنس أن رسول الله صلى الله عليه وسلم كان إذا توضأ أخذ كفا من ماء فأدخله تحت حنكه، فخلل به لحيته، وقال: هكذا أمرني ربي عز وجل ". وهو حديث صحيح، كما حققته في " صحيح أبي داود " (133)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ