পরিচ্ছেদঃ
৪১৪। যে সম্প্রদায়কেই তর্কশাস্ত্র দেয়া হয়েছে, তাদেরকে কর্ম (এবাদাত) হতে বিরত করে দেয়া হয়েছে।
হাদীসটির কোন ভিত্তি নেই।
যেমনভাবে হাফিয ইরাকী “তাখরিজুল ইহইয়া” গ্রন্থে (১/৩৭) এবং সুবকী "তাবাকাতুশ শাফেঈয়াহ" গ্রন্থে (৪/১৪৫) জানিয়েছেন।
ما أوتي قوم المنطق إلا منعوا العمل
لا أصل له
-
كما أفاده العراقي في " تخريج الأحياء " (1 / 37) والسبكي في " طبقات الشافعية " (4 / 145)
ما اوتي قوم المنطق الا منعوا العمل
لا اصل له
-
كما افاده العراقي في " تخريج الاحياء " (1 / 37) والسبكي في " طبقات الشافعية " (4 / 145)