পরিচ্ছেদঃ ১৫. দু’টি বস্তু একত্রে মিশ্রন তৈরী করা নিষেধ সম্পর্কে
২১৫২. আবূ ক্বাতাদাহ রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা খুরমা ও তাজা-পাকা খেজুর এবং কিসমিস ও খুরমা একত্র করে নবীয প্রস্তুত করো না। আর এগুলোর প্রত্যেকটিকে আলাদাভাবে ভিজিয়ে ’নবীয’ তৈরী করবে।”[1]
بَاب فِي النَّهْيِ عَنْ الْخَلِيطَيْنِ
أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ وَسَعِيدُ بْنُ عَامِرٍ وَاللَّفْظُ لِيَزِيدَ قَالَا أَخْبَرَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَنْتَبِذُوا الزَّهْوَ وَالرُّطَبَ جَمِيعًا وَلَا تَنْتَبِذُوا الزَّبِيبَ وَالتَّمْرَ جَمِيعًا وَانْتَبِذُوا كُلَّ وَاحِدٍ مِنْهُمَا عَلَى حِدَتِهِ
তাখরীজ: আহমাদ ৫/, ২৯৫, ৩০৭, ৩১০ ;বুখারী, আশরিবাহ ৫৬০২; মুসলিম, আশরিবাহ ১৯৮৮; নাসাঈ, আল কুবরা ৫০৭০, ৫০৭৬, ৫০৭৭; ইবনু মাজাহ, আশরিবাহ ৩৩৯৭।