পরিচ্ছেদঃ ১৬. আঙ্গুর কে ‘কারম’ বলা নিষেধ সম্পর্কে
২১৫৩. ওয়ায়িল ইবনু হুজর রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আর তোমাদের কেউ আঙ্গুরকে (বুঝানর জন্য) ’আল কারামু’ বলবে না বরং ’আল ইনাবু’ ও ’আল হাবলাহ’ বলবে।”[1]
بَاب فِي النَّهْيِ أَنْ يُسَمَّى الْعِنَبُ الْكَرْمَ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سِمَاكٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُولُوا الْكَرْمَ وَقُولُوا الْعِنَبَ أَوْ الْحَبَلَةَ
حدثنا عثمان بن عمر اخبرنا شعبة عن سماك عن علقمة بن واىل عن ابيه ان رسول الله صلى الله عليه وسلم قال لا تقولوا الكرم وقولوا العنب او الحبلة
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ।
তাখরীজ: মুসলিম, আলফাজ ২২৪৮; তাহাবী, মুশকিলিল আছার ২/২০৮।
আবী হুরাইরা হতে এ বাবে হাদীসটি বুখারী ও মুসলিম কর্তৃক সমিমল্লিত ভাবে বর্ণিত। আমরা যার তাখরীজ দিয়েছি মুসনাদুল হুমাইদী নং ১১৩০ ও মুসনাদুল মাউসিলী নং ৫৯২৯ এবং সহীহ ইবনু হিব্বান নং ৫৮৩২ তে।
তাখরীজ: মুসলিম, আলফাজ ২২৪৮; তাহাবী, মুশকিলিল আছার ২/২০৮।
আবী হুরাইরা হতে এ বাবে হাদীসটি বুখারী ও মুসলিম কর্তৃক সমিমল্লিত ভাবে বর্ণিত। আমরা যার তাখরীজ দিয়েছি মুসনাদুল হুমাইদী নং ১১৩০ ও মুসনাদুল মাউসিলী নং ৫৯২৯ এবং সহীহ ইবনু হিব্বান নং ৫৮৩২ তে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ ওয়ায়িল ইবনু হুজর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
৯. পানীয় অধ্যায় (كتاب الأشربة)