কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

২৬ সূরাঃ আশ-শুআ'রা | Ash-Shu'ara | ٱلشُّعَرَاء - আয়াত নং - ১৭৯ - মাক্কী

২৬ : ১৭৯ فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ ﴿۱۷۹﴾ۚ

‘সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর’। আল-বায়ান

কাজেই তোমরা আল্লাহকে ভয় কর এবং আমাকে মান্য কর। তাইসিরুল

সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর। মুজিবুর রহমান

So fear Allah and obey me. Sahih International

১৭৯. কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং আমার আনুগত্য কর।

-

তাফসীরে জাকারিয়া

(১৭৯) সুতরাং আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর ।

-

তাফসীরে আহসানুল বায়ান