কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫০ সূরাঃ কাফ | Qaf | ق - আয়াত নং - ২০ - মাক্কী

৫০ : ২০ وَ نُفِخَ فِی الصُّوۡرِ ؕ ذٰلِكَ یَوۡمُ الۡوَعِیۡدِ ﴿۲۰﴾

আর শিংগায় ফুঁক দেয়া হবে। এটাই হল প্রতিশ্রুত দিন। আল-বায়ান

অতঃপর সিঙ্গায় ফুঁক দেয়া হবে। সেটাই হল শাস্তির দিন (যে সম্পর্কে মানুষকে সতর্ক করা হয়েছিল)। তাইসিরুল

আর শিঙ্গায় ফুৎকার দেয়া হবে, ওটাই সেই ভয় প্রদর্শনের দিন। মুজিবুর রহমান

And the Horn will be blown. That is the Day of [carrying out] the threat. Sahih International

২০. আর শিংগায় ফুঁক দেয়া হবে, ওটাই প্ৰতিশ্রুত দিন।

-

তাফসীরে জাকারিয়া

(২০) আর শিংগায় ফুৎকার দেওয়া হবে, ওটাই শাস্তির প্রতিশ্রুতির দিন।

-

তাফসীরে আহসানুল বায়ান