কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫১ সূরাঃ আয-যারিয়াত | Adh-Dhariyat | ٱلذَّارِيَات - আয়াত নং - ১৫ - মাক্কী

৫১ : ১৫ اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ ﴿ۙ۱۵﴾

নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়, আল-বায়ান

মুত্তাকীরা থাকবে জান্নাত আর ঝর্ণাধারার মাঝে। তাইসিরুল

সেদিন মুত্তাকীরা থাকবে প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে। মুজিবুর রহমান

Indeed, the righteous will be among gardens and springs, Sahih International

১৫. নিশ্চয় মুত্তাকীরা থাকবে জান্নাতসমূহে ও ঝর্ণাধারায়,

-

তাফসীরে জাকারিয়া

(১৫) নিশ্চয় সাবধানীরা থাকবে জান্নাত ও ঝরনাসমূহে।

-

তাফসীরে আহসানুল বায়ান