কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৫১ সূরাঃ আয-যারিয়াত | Adh-Dhariyat | ٱلذَّارِيَات - আয়াত নং - ৩৩ - মাক্কী

৫১ : ৩৩ لِنُرۡسِلَ عَلَیۡهِمۡ حِجَارَۃً مِّنۡ طِیۡنٍ ﴿ۙ۳۳﴾

‘যাতে তাদের উপর মাটির শক্ত ঢেলা নিক্ষেপ করি’। আল-বায়ান

যেন তাদের উপর মাটির পাথর বর্ষণ করি তাইসিরুল

তাদের উপর নিক্ষেপ করার জন্য মাটির শক্ত ঢেলা, মুজিবুর রহমান

To send down upon them stones of clay, Sahih International

৩৩. যাতে তাদের উপর নিক্ষেপ করি মাটির শক্ত ঢেলা,

-

তাফসীরে জাকারিয়া

(৩৩) যাতে আমরা তাদের উপর মাটির শক্ত ঢেলা নিক্ষেপ করি।[1]

[1] নিক্ষেপ করার অর্থ সে কাঁকর দিয়ে তাদেরকে হত্যা করা। এই কাঁকরগুলো না ছিল খাঁটি পাথরের, আর না ছিল শিলাবৃষ্টি। বরং এগুলি ছিল পোড়া মাটির তৈরী।

তাফসীরে আহসানুল বায়ান