কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
  
  ৭৯ সূরাঃ আন-নাযি'আত | An-Nazi'at | ٱلنَّازِعَات - আয়াত নং - ২১ - মাক্কী
 
          ৭৯ : ২১ فَكَذَّبَ وَ  عَصٰی ﴿۫ۖ۲۱﴾  
          
           
          
          
          
          কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল। আল-বায়ান
কিন্তু সে অস্বীকার করল ও অমান্য করল। তাইসিরুল
কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল। মুজিবুর রহমান
But Pharaoh denied and disobeyed. Sahih International
২১. কিন্তু সে মিথ্যারোপ করল এবং অবাধ্য হল।
-
তাফসীরে জাকারিয়া২১। কিন্তু সে মিথ্যাজ্ঞান করল এবং অবাধ্য হল। [1]
[1] কিন্তু এ সমস্ত প্রমাণ এবং মু’জিযা তার মধ্যে কোন প্রভাব ফেলতে পারল না এবং মিথ্যাজ্ঞান ও অবাধ্যতায় সে অটল থাকল।
তাফসীরে আহসানুল বায়ান